মাদারীপুরে লু-ট হওয়া এলপি গ্যাসের ৪৬২টি সিলিন্ডারের খালি বোতল আশুলিয়া থেকে উ-দ্ধার

হেলাল শেখঃ মাদারীপুরে চালককে কুপিয়ে লুট করা এলপি গ্যাসের ৪৬২টি খালি সিলিন্ডার বোতল আশুলিয়া থেকে উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, (১৩ জানুয়ারি ২০২৬ইং) মঙ্গলবার রাত ১১টার দিকে আশুলিয়ার গকুলনগর টানপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান পরিচালনা করে লুণ্ঠিত সিলিন্ডারগুলো উদ্ধার করে মাদারীপুরের শিবচর থানা পুলিশ।

মাদারীপুর জেলার শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের জানান, গত ৭ জানুয়ারি দিবাগত রাতে আশুগঞ্জ থেকে আইগ্যাসের খালি সিলিন্ডারবাহী একটি ট্রাক মাদারীপুরের শিবচর থানাধীন বাচামারা এলাকায় পৌঁছালে ডাকাতদলের সদস্যরা ট্রাকের গতিরোধ করে চালককে কুপিয়ে ট্রাক নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তাঁরা চালককে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৪৬২টি খালি সিলিন্ডার বোতল লুট করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিবচর থানা পুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদে ভিত্তিতে আশুলিয়ার গকুলনগর টানপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে লুণ্ঠিত ৪৬২টি সিলিন্ডারের গ্যাসের বোতল উদ্ধার করে। তবে অভিযানের খবর টের পেয়ে ওই বাড়ির লোকজন পালিয়ে যায়।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি পুলিশ জানায় এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *