আরিফ রববানী ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেছেন- বর্তমান প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকাসক্ত নিরাময় করার আহবান জানান। তিনি বলেন-সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।
ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ স্লোগান নিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ১২টায় সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ৫৪তম শীতকালীন ক্রিকেট (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ময়মনসিংহকে শিক্ষা নগরী বলা হয়,এই জেলার তরুণ তরুণীরা ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ অঞ্চলের অভিভাবকদের বলবো, আপনার ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আগামী দিনে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এই দেশকে গড়ে তুলবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে গড়ে তোলা। খারাপ সঙ্গ ত্যাগ করে শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে দায়িত্বশীল মানুষ হয়ে উঠতে পারে, সে বিষয়ে শিক্ষকদের খেয়াল রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে। এটা করা শিক্ষকদের দায়িত্ব। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
জেলা ক্রীড়া অফিসার আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুনসহ ময়মনসিংহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, যুব সমাজ মাদকাসক্ত থেকে দূরে থাকে। তাই বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীকে “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”এই আহবান জানাতে সকলের প্রতি আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

Leave a Reply