বাবুগঞ্জ প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা>>>>
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দেহেরগতি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
জানা যায়, বুধবার ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বরিশাল শহরের বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগকারীদের দাবি, গ্রেফতারের সময় তার বিরুদ্ধে কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছিল না।
স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনাকে অবৈধ ও অন্যায় গ্রেফতার বলে উল্লেখ করে বলেন, তৃণমূল পর্যায়ের একজন জনপ্রতিনিধিকে এভাবে গ্রেফতার করা অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে মোঃ মশিউর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রে-ফতার নিয়ে প্র-তিবাদ

Leave a Reply