হেলাল শেখঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল সড়কের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে দিনরাত কাজ করছে নির্মাণ সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬ইং) দেখা যায়, নির্মাণ কাজ চলমান থাকা সত্ত্বেও উড়াল সড়কের নিচের মেইন সড়কের বিভিন্ন অংশ দখল করে প্রভাবশালীদের ছত্রছায়ায় হকাররা জমজমাটভাবে ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে, অন্যদিকে সাধারণ পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বারবার অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত সড়ক দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল সড়কের নিচে যারা দখল করে রেখেছে দ্রুত দখলমুক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply