উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের আপসহীন নেত্রী, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ জানুয়ারি বাদ আছর উজিরপুর পৌর সদর মহিলা কলেজ মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জিয়া আমিন রাড়ি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান।
অনুষ্ঠানে বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মরহুম বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করেই বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ আজও গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদুৎজ্জামান কমরেড, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিকসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিলাদ মাহফিল শেষে মরহুম নেত্রীর রুহের মাগফেরাত কামনা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply