মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে গত ০৪ জানুয়ারী ২০২৬ খ্রিঃ হতে প্রতিষ্ঠান পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হয়। ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর ICT4E অ্যাম্বাসেডর সেরা কন্টেন্ট নির্মাতা a2i মোঃ আতিকুর রহমান উক্ত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কারিগরি) ক্যাটাগরিতে অংশ গ্রহন করেন । যাচাই বাচাই শেষে ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ শাজাহানপুর উপজেলা পর্যায়ে ৫ম বারের মতো তিনি শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক(কারিগরি) নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে ২০১৯,২০২২,২০২৩ এবং ২০২৪ সালে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক(কারিগরি) নির্বাচিত ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ বগুড়া জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন কারিগরী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে দেশের উন্নয়ন করা সম্ভব,কারিগরী শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি করে এব বৈদেশিক মৃদ্রা অর্জনে সহায়তা করে ফলে অর্থনৈতিক স্বনির্ভরতা আসে। পিছিয়েপড়া শিক্ষার্থীদের কারিগরী শিক্ষায় পারদর্শী করে দেশীয় ও আন্তজার্তিক বাজারে কাজে প্রবেশ করানো সহজ করে। শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক(কারিগরী) নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ICT4E অ্যাম্বাসেডর ফোরাম বগুড়ার সভাপতি মোঃ আব্দুল বাতেন,সাধারন সম্পাদক মোঃ জুলফিকার আলী, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) বগুড়া জেলা সভাপতি প্রকৌশলী আছাদুল হক,সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ ফজর আলী লিটন,বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক প্রকৌশলী আলমগীর হোসেন,বাভোশিস কেনিক সিনিয়র সহ সভাপতি মাহফুজ হাসান,বাভোশিস নওগাঁ জেলা সভাপতি প্রকৌশলী মামুন অর রশিদ,নাটোর সভাপতি হিরক,জয়পুরহাট জেলা সভাপতি প্রকৌশলী হুমায়ুন কবীর,বগুড়া জেলা সাধারন সম্পাদক জিয়াউল হক,ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজার রহমান,গ্রাজুয়েটস এ্যাসোসিয়েশন শাজাহানপুর সভাপতি পারতেখুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদেকুর রহমান,বাংলাদেশ স্কাউটস শাজাহানপুর উপজেলা সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম,মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুল হালিম দুদু ।
কারিগরী শিক্ষার প্রচার ও প্রসারে কাজ করায় মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ কারিগরী শিক্ষক সংগঠক সম্মাননা, ইন্ডিয়া বাংলাদেশ কারচারাল কাউন্সিল নিতাজি সুবাসচন্দ্র পীচ এ্যাওয়ার্ড পেয়েছেন। তার এ সাফল্যে উপজেলা শিক্ষা অফিস সহ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ বিচারকমন্ডলীসহ শাজাহানপুর উপজেলা প্রশাসনের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান ।

Leave a Reply