স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদরের ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়কটি যেন সদর উপজেলা ইটভাটা মালিক সমিতির কথিত সভাপতি ও আলম ব্রিকসের মালিক খোরশেদ আলমের পৈত্রিক সম্পত্তিতে পরিণত হয়েছে।যেন আইনের ঊর্ধ্বে আলম ব্রিকস?
প্রকাশ্যে মহাসড়ক দখল ও পরিবেশ ধ্বংসের এমন দৃশ্য চোখে পড়লেও সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থার নীরব ভূমিকা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি কর্মকর্তাদের চোখে কাঠের চশমা, নাকি ঘুষের ঘোরে বিভোর দায়িত্বশীলরা?
সরেজমিনে দেখা যায়, জেলার সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে স্থাপন করা হয়েছে সম্পূর্ণ অনুমোদনহীন ও অবৈধ ইটভাটা ‘আলম ব্রিকস’। ইটভাটার ধুলোবালি ও কয়লার গুড়া দখল করে নিয়েছে মহাসড়কের একাংশ। এতে সড়কটির স্বাভাবিক ব্যবহার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ।
প্রতিনিয়ত স্কুলপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে। ধুলোবালিতে ঢেকে যাচ্ছে রাস্তা, বাতাসে উড়ছে কয়লার গুড়া-ফলে শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া ও নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রভাবশালী ইটভাটা মালিকের কারণে সংশ্লিষ্ট দপ্তরগুলো নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে।
পরিবেশ সংরক্ষণ আইন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এবং সড়ক আইন-সবকিছুই প্রকাশ্যে লঙ্ঘিত হলেও নেই দৃশ্যমান কোনো অভিযান।
এ বিষয়ে দ্রুত অবৈধ ইটভাটা উচ্ছেদ, মহাসড়ক দখলমুক্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় জনস্বার্থ উপেক্ষা করে প্রভাবশালীদের এমন দৌরাত্ম্য আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এবিষয়ে ইটভাটা মালিক খোরশেদ আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমার ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ সবকিছুই ঠিক আছে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা নবায়ন করে দিচ্ছে না।
এবিষয়ে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা’র মুঠোফোনে বারবার কল করলে তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, লোকেশন হুয়াট্স এ্যাপে দিয়ে রাখুন আমি খোজ নিয়ে দেখছি।

Leave a Reply