ময়মনসিংহে”পুলিশ সুপারের কোতোয়ালি মডেল থানা পরিদর্শন

আরিফ রববানী ময়মনসিংহ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পুর্ববর্তী, নির্বাচন কালীন ও নির্বাচন পরবর্তী যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ, পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

মঙ্গলবার (১৩ জানুয়ারী ২০২৬খ্রিঃ) কোতোয়ালি মডেল থানার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে পুলিশ সদস্যদের প্রতি এই আহবান জানান পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এসময়
পুলিশ সুপারকে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

পরে পুলিশ সুপার থানায় কর্মরত সকল সদস্যদের প্রয়োজনীয় চাহিদা, বিভিন্ন সমস্যা, অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার আরও বলেন- থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে। থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),
মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ সোহরোয়ার্দী হোসেন, এবং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *