পঞ্চগড়ে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জো-রদার

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বুধবার বিকেলে (১৪ জানুয়ারি) সেনাবাহিনীর একটি টহল দল পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, প্রধান সড়ক ও জনসমাগমস্থলে টহল কার্যক্রম পরিচালনা করে। টহল ও পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাহিদ।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমাল রক্ষা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এ ধরনের টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *