খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- ডিসি সাইফুর রহমান

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেছেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত কাজের অভ্যাস গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সফল হতে সহায়তা করে। তিনি বলেন- পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা অব্যাহত রাখলে শিক্ষার্থীরা মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকে।

বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহের আয়োজনে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে আয়োজিত জাতীয় ক্রীড়া উৎসবের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক। এর আগে তিনি জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ প্রতিযোগিতানুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডঃ ফয়সল আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে আরো বলেন, সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া খাতের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং এ ধরনের আয়োজন সেই উদ্যোগকে আরও শক্তিশালী করে। জেলা প্রশাসক শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *