অবৈধভাবে বালু উত্তোলন সংবাদ প্রকাশের পর ক/ঠোর অবস্থানে প্রশাসন, ৫০ হাজার টাকা জ-রিমানা

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি;

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় তালমা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযানের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে তালমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সড়কের পাশে বালু মজুতের সত্যতা পাওয়া যায়। এ সময় তাৎক্ষণিকভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।

এর আগে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, প্রকাশ্যে বালু উত্তোলনের ফলে তালমা নদীর পাড় ভাঙনের ঝুঁকিতে পড়েছে আহ্ছানিয়া মিশন শিশু নগরীসহ আশপাশের জনবসতি। এতে নদীপাড়ের স্থাপনা ও স্থানীয় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকাবাসী জানান, সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই তৎপরতায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। তবে তারা আশঙ্কা করছেন, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা না থাকলে পুনরায় অবৈধ বালু উত্তোলন শুরু হতে পারে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, সংবাদ প্রকাশ না হলে হয়তো এই অবৈধ কাজ বন্ধ হতো না। আমরা চাই শুধু জরিমানা নয়, স্থায়ীভাবে যেন নদী রক্ষা করা হয়। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে তালমা নদীসহ জেলার বিভিন্ন নদী ও বালু মহলে অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। সচেতন মহলের মতে, এই অভিযান একটি ইতিবাচক দৃষ্টান্ত হলেও নদী ও আহ্ছানিয়া মিশন শিশু নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ধারাবাহিক ও কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *