গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাটি ভর্তি ট্রাক্টর (কাঁকড়াগাড়ি) এর চাপায় মোটরসাইকেল আরোহী কাবিল হোসেন (৪০) নামে ১জনের মৃত্যু । পাশাপাশি তার ভাই হাতেম আলীও গুরুতর আহত।
স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, সোমবার দুপুরে গাইবান্ধা সুন্দরগঞ্জ সংযোগ সড়কের সদর মহিলা মাদ্রাসা সংলগ্ন পল্লী হাইওয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত কাবিল হোসেন উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেনের ছেলে। কাবিল হোসেন তার বড় ছেলের বিয়ের দাওয়াত দিতে আত্মীয়-স্বজনদের বাড়ির উদ্দেশ্যে ভাই হাতেম আলীসহ মোটরসাইকেল নিয়ে বের হন। ঘটনা স্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া ভাবে আসা মাটি বোঝাই কাঁকড়াগাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কাবিল হোসেন ও হাতেম আলী নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাবিলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিক্ষুব্ধ জনগণ ও এলাকাবাসী জানান প্রশাসনের নতজানু নীতি ও নীরব ভূমিকার কারণে এ ধরনের ঘটনা প্রায় ঘটছে। সুন্দরগঞ্জ উপজেলা যেন মাটি ও বালু খেকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তা দেখার কেউ নাই।
সুন্দরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মোঃ তাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ পরিবারকে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

Leave a Reply