হেলাল শেখঃ রাজধানী ঢাকায় মেট্রোরেলে নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল। বিশেষ করে অফিস-ফেরত সময় ও সকাল-সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোরেলের প্রতিটি কোচে গাদাগাদি করে যাত্রী উঠতে দেখা যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, পিক আওয়ারে প্ল্যাটফর্মে যাত্রীদের দীর্ঘ সারি থাকলেও অনেক সময় নিরাপত্তা বিধি উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী উঠতে দেওয়া হচ্ছে। এতে করে কোচের ভেতরে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং জরুরি পরিস্থিতিতে যাত্রীদের বের হয়ে আসা কঠিন হয়ে পড়ছে।
যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভিড়ের কারণে অনেক সময় দরজা ঠিকমতো বন্ধ না হওয়া, যাত্রীদের চাপাচাপি এবং হঠাৎ ব্রেক করার সময় পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। একাধিক যাত্রী জানান, অসুস্থ ব্যক্তি, নারী ও বয়স্ক যাত্রীদের জন্য পরিস্থিতি আরও বেশি কষ্টকর হয়ে উঠছে।
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, রেলভিত্তিক গণপরিবহনে নির্ধারিত ধারণক্ষমতার বাইরে যাত্রী বহন করলে ব্রেকিং সিস্টেম, দরজা ও সিগন্যাল ব্যবস্থায় অতিরিক্ত চাপ পড়ে। এতে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাদের মতে, এখনই কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থাপনা না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সচেতন মহল দ্রুত যাত্রী নিয়ন্ত্রণ, ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং নিরাপত্তা বিধি কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে যাত্রীদেরও সচেতন হয়ে নিয়ম মেনে চলার আহ্বান জানান তারা।

Leave a Reply