হেলাল শেখ: ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল- আব্দুল্লাহপুর সড়কের পাশ দিয়ে প্রবাহিত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সরকারি নয়নজুলি খালটি প্রভাবশালী একটি সিন্ডিকেটের দখলে চলে গেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি,খালটির জমির বাজারমূল্য হাজার হাজার কোটি টাকা হলেও তা কার্যত ব্যক্তিমালিকানায় পরিণত হয়েছে।
সরেজমিনে জানা যায়, মেইন সড়কের পাশ ঘেঁষা এলাকায় যেখানে মাত্র এক শতক জমির বর্তমান বাজারমূল্য প্রায় ১কোটি টাকা, সেখানে সরকারি এই নয়নজুলি খাল দখল করে নানা স্থাপনা গড়ে তোলা হয়েছে। অভিযোগ রয়েছে, জামগড়া এলাকায় অবস্থিত জনপ্রিয় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমসহ এলাকার একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে খালটির বিভিন্ন অংশ দখল করে রেখেছে, এতে এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে তারা।
স্থানীয় বাসিন্দারা জানান,খাল দখলের ফলে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থাকে, এখনো ১২ মাস কিছু শাখা রাস্তায় জলাবদ্ধতা রয়েছে, এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
এ বিষয়ে সচেতন মহল অবিলম্বে খালটি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply