সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের হামলায় মন্টু শেখ (৬৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (১১জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত মন্টু শেখ ওই গ্রামের মৃত সোনাই শেখের ছেলে। নিহতের ছেলে মনসুর শেখ জানান, চাচা রানু শেখের তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কিছুদিন ধরে তার বাবা মন্টু শেখকে রানু শেখ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই একপর্যায়ে
রবিবার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু’ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রানু শেখ ও তার ছেলেসহ কয়েকজন তার বাবার ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) সাদিক আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Leave a Reply