রুমায় এরিয়া খ্রিষ্টিয়ান বিশ্বাসীদের দু’দিনব্যাপী ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মথি ত্রিপুরা।

বান্দরবান জেলার রুমা উপজেলায় দুই দিনব্যাপী খ্রিষ্টান বিশ্বাসীদের ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একটি বিশ্বাসী  সংস্হার বাংলাদেশ ট্রাইব্যাল এসোসিয়েশন অফ ব্যাপ্টিষ্ট চার্চ্ ( বিটিএবিসি)এর উদ্যোগে শনিবার ও রবিবার  এই সম্মেলন আয়োজন করা হয়।
সম্মেলনে বিভিন্ন গ্রাম এলাকা থেকে  আসা পুরুষ, মহিলা, যুব/যুবতি ও শিশু আগত ৩৬৭ জন শতাধিক বিশ্বাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা,পবিত্র বাইবেল পাঠ ব্যাখা, প্রার্থনা,আত্মীক উদ্দীপনা, গ্রাম পর্যায়ে নিজস্ব ভাষায় নিজস্ব পোশাক পরিধান  ধর্মীয় গান প্রতিযোগিতা ও নৈতিক শিক্ষামূলক বক্তব্য প্রদান করা হয়।
এইসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  আওয়ানা বাংলাদেশ উপদেষ্টা  রেভা: প্রদীপ কর্মকার, আরও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, (বিটিএবিসি)শিক্ষা বিভাগে পরিচালক  বীরবাহাদুর ত্রিপুরা,(বিটিএবিসি)মিনিস্ট্রি সহকারী পরিচালক লুক মিলন ত্রিপুরা, আওয়ানা বাংলাদেশ মিনিস্ট্রি সহকারী যাকোব ত্রিপুরা,বিটিএবিসি বোর্ড মহিলা সদস্যা  শ্রীমতি ত্রিপুরা,বিটিএবিসি শাখা কেন্দ্রীয় যুব সংগঠনে সা-সম্পাদক লেবীয় ত্রিপুরা, বিটিএবিসি শাখায় শিশু মিনিস্ট্রি পরিচালক হেমা মালিনী ত্রিপুরা, চারটি উপজেলা এরিয়া স্হানীয় ধর্মীয় পাষ্টর, শিক্ষক ও কারবারি নেতৃত্বেবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মুলসুর,তোমরা জাগিয়া থাক,বিশ্বাসে দাঁড়াইয়া থাক,বীরত্ব দেখাও,বলবান হও।
আয়োজক কমিটি সভাপতি ও বিভিন্ন গ্রাম থেকে আসা স্হানীয়রা জানান, সমাজে শান্তি,মণ্ডলীর শক্তিশালী, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আত্মীক জাগ্রত স্বর্গের বিস্তার করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানান।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *