সুজানগর প্রতিনিধিঃ সুজানগরে আরাফাত রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সুজানগর পৌরসভার কাচারীপাড়া স্টেডিয়াম মাঠে শুরু হওয়া এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন।কাচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শান্ত,বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ রানা, মিন্টু, ছাত্রনেতা আব্দুস সবুর জয়, নাবিল হোসেন, ক্রিড়া সংগঠনের সদস্য চঞ্চল, আমির হামজা, সাহাব, প্রিয় দাস, ইরফান ও সেজান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।প্রধান অতিথি অধ্যক্ষ নাদের হোসেন তার বক্তব্যে বলেন মরহুম আরাফাত রহমান কোকো শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি ছিলেন ক্রীড়া ও যুবসমাজের একজন অকৃত্রিম অভিভাবক। তঁার নামে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।খেলাধুলা যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় ও নৈতিকভাবে শক্তিশালী করে তোলে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
সুজানগর প্রতিনিধি।।

Leave a Reply