পুঠিয়ায় মাদকবি/রোধী বিরো/ধী অ/ভিযানে আ/টক ৩

আলিফ হোসেন,তানোরঃ
‘যে মুখে ডাকি মা,সে মুখে মাদক না’
প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে,১০ জানুয়ারি শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের সার্বিক সহযোগীতায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ পুঠিয়া উপজেলার উজালপুর, নন্দনপুর ইকোপার্ক, কৃষ্ণপুর আদিবাসী পাড়া, বানেশ্বরের সোনার বাংলা হোটেলসহ বিভিন্ন এলাকার কয়েকটি স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
এদিকে মাদক বিরোধী অভিযানকে সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছেন। তারা এমন অভিযান চলমান রাখার আহবান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *