তানোরে বিএনপির উদ্যোগে স্বরণকালের স-র্ববৃহৎ আলোচনা সভা ও দোয়া মাহফিল

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।এদিকে দলীয় নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বরণকালের সর্ববৃহৎ আলোচনা সভা ও দোয়া মাহফিলে পরিণত হয়।
জানা গেছে, ১০ জানুয়ারি শনিবার তানোর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে তানোর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা,তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান,ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন,চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,মুন্ডুমালা পৌর বিএনপির নেতা অধ্যাপক নুরুল ইসলাম, তৌহিদুর রহমান, ফিরোজ কবির, ডাঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,
তোফাজ্জুল হোসেন তোফা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেনপ্রমুখ।এছাড়াও তানোরের ৭টি ইউনিয়ন (ইউপি) ও ২টি পৌরসভার সকল ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল মালেক , সহসভাপতি নাসির উদ্দিন বাবু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিলিপ, সম্পাদক হেনা, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ,
জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক অরণ্য কুসুম,উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক পাইলট, সদস্য টনি জীবন, নাসিম, রবিউল,কাশেম
গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ ও সদস্য সচিব কাওসার, গোগ্রাম ইউনিয়ন (ইউপি) ছাত্রদলের সভাপতি হিমেল ও সাম্পাদক নাসিমপ্রমুখ।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *