বগুড়া শাজাহানপুরে শীতে কম্বল পেয়ে উল্লাসিত ক্ষুদে শিক্ষার্থীরা

মিজানুর রহমান মিলন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
শীতের কনকনে ঠান্ডায় উষ্ণতার পরশ পেয়ে আনন্দে মুখর হয়ে উঠেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া গ্রামে অবস্থিত ছামচুন-জয়গুন মাদ্রাসার প্রাক-প্রাথমিক শ্রেণির শীতার্ত ক্ষুদে শিক্ষার্থীরা।
দূর জার্মান প্রবাসী মানবিক বন্ধু সৈয়দ শাকিলের আর্থিক সহযোগিতায় এসব কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শুক্রবার (০৯ জানুয়ারি) সৈয়দ শাকিলের পক্ষে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন বগুড়া শহর শাখার ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তালেব সরকার বাদল।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার সহকারী পরিচালক গোলাম মোর্তজা, প্রশিক্ষক শাহ্ আলম আব্দুল্লাহ্, শাজাহানপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজিনুর, রোটারিয়ান মেছবাউল আলম, বেজোড়া দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, এক্সট্রা মহরার এসোসিয়েশন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মোস্তফা গোলাপ।
ছামচুন-জয়গুন মাদ্রাসার সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং মুঞ্জুরুল করিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দৈনিক করতোয়া এবং দৈনিক ইনকিলাবের শাজাহানপুর উপজেলা সংবাদদাতা সাজেদুর রহমান সবুজ, সমাজসেবক খলিলুর রহমান, শিক্ষিকা নাজনীন আক্তার ও লাভলী আক্তার, সাংবাদিক রমজান আলী রঞ্জু, প্রামাণিক রতনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানবিক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়।
উল্লেখ্য, ২০১১ সালে ছামচুন-জয়গুন মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি প্রতিবছর শীত মৌসুমে এ মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শীতবস্ত্র বিতরণ করে আসছেন জার্মান প্রবাসী সৈয়দ শাকিল। তাঁর এই ধারাবাহিক মানবিক সহায়তায় তিনি এ এলাকার মানুষের কাছে এক অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *