নৌকার ঘাঁটি খ্যাত গোপালগঞ্জ – ২ আসন দখলে নিতে গনফোরামের প্রার্থী ভোটারদের মন জয়ে ব্যস্ত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজ-খবর নেওয়া ও কুশলাদি বিনিময় করছেন গোপালগঞ্জ-২ আসন থেকে গণফোরাম মনোনীত উদীয়মান সূর্য প্রতীকের কান্ডারী এমপি
প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজ।

নৌকার ঘাঁটি খ্যাত গোপালগঞ্জ- ২ আসন দখলে মরিয়া গণফোরাম মনোনীত প্রার্থী শাহ মফিজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই গোপালগঞ্জ-২ আসনের পৌরসভার বেশ কয়েকটি মহল্লা, নিচুপাড়া, আমেনা স্কুল, কমিশনার রোড হয়ে মোহাম্মদপাড়া বাগচী বাড়ি মোড় হয়ে পাচুরিয়া নিউ মার্কেট পর্যন্ত কয়েক শত ভোটারের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে ভোটারদের খোঁজখবর নিচ্ছেন। এ সময় ভোটারদের মন জয় করতে ব্যস্ত থাকতে দেখা যায় এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজকে।

এ সময় তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনের জন্য গনফোরামের সাথে থাকা দেশের সকল নাগরিকের দায়িত্ব। গণফোরাম মনোনীত প্রার্থী শাহ মফিজ ক্ষমতায় গেলে, এই আসনটির মানুষ তাদের মৌলিক অধিকার থেকে আর বঞ্চিত হবেন না। অন্যায় থাকবে না। মানুষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে আর পহয়রানি করতে পারবে না বলেও কথা দেন এই প্রার্থী।

এমপি প্রার্থীর সাথে থাকা কর্মী ও সমর্থকেরা আশাবাদ ব্যক্ত করেন, দেশের এই সংকটাপন্ন অবস্থায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় গণকফোরাম মনোনীত উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজকে বিজয়ী করার লক্ষ্যে সবাই একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে প্রতীক বরাদ্দের পর জনগণকে সাথে নিয়ে গণফোরাম ঘোষিত নির্বাচনী ইশতেহার জনগণের মাঝে তুলে ধরে উদীয়মান সূর্য মার্কার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চালাবেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *