এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।
সকাল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকাল ৩টায় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ ও মননশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান এবং নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরে আলম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রিয়া শিক্ষকবৃন্দ, সকল ছাএ-ছাএী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং তাদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করতেই এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নাটোরের আয়োজনে এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায়, শিক্ষা সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রচনা প্রতিযোগিতা বাংলা ইংরেজি, হাম, নাত, কেরাত, নৃত্য, উপস্থিত বক্তৃতা সহ আরও অনেক ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Leave a Reply