আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়ায় অনুমোদনহীন কসমেটিকস কারখানার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।এসময় সাফা কসমেটিকস কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ক্রীম ও বডিলোশন উৎপাদনের কাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজ সামগ্রী জব্দ করা হয়। অনুমোদনহীন এসব কসমেটিকস ব্যবহারে ত্বকে অ্যালার্জি, চুলকানি, ফুসকুড়ি, চর্মরোগ, চোখের ক্ষতি ও দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন,উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে। #
পুঠিয়ায় কসমেটিকস কারখানার ৫০ হাজার টাকা জ/রিমানা

Leave a Reply