এ,কে,এম,খোরশেদ আলম।।
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় রেল কলোনীতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণ করা হয়েছে।
নলডাঙ্গা হাট রেলস্টেশনের দক্ষিণে রেল কলোনীর মুসা সরদারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানাযায়, রেল কলোনীর বাসিন্দা বিপ্লবের ছোট ছেলে বিজয় (৪) প্রচন্ড শীতে খেলার সময় গ্যাস লাইট দিয়ে খড়ির ঘরের খড়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে উঠার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুনে খড়ির ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার রুস্তম আলী জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।

Leave a Reply