জাতীয় সংসদ নির্বাচন প্র/স্তুতি নিয়ে ভালুকায় ডিসির মতবিনিময়,ভোট কেন্দ্র প/রিদর্শন

আরিফ রববানী ময়মনসিংহ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি বিষয়ে ময়মনসিংহের ভালুকায় ইউএনও, থানার ওসিসহ উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ভালুকা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপজেলা প্রশাসনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণভোট ২০২৬ আয়োজনের বিষয়ে জনগণকে সচেতন করার আহবান জানান। এসময় তিনি হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং ক্লাস পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মান যাচাই করেন।

তিনি ভালুকা থানা পরিদর্শনে গেলে থানা অফিসার ইনচার্জ তাঁকে পুরো থানা প্রদর্শন করে দেখান এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জেলা প্রশাসক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা রক্ষায় সেবার মান উন্নত রাখার পাশাপাশি জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

এসময় সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন,
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামসহ ভালুকা উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *