নেছারাবাদ সংবাদদাতা,পিরোজপুর।।
পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, “গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন এবং তাঁর নেতৃত্বেই এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল।”
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নেছারাবাদের জগন্নাথকাঠী বন্দর কমিটি ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোহেল মনজুর সুমন বলেন, “দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য সন্তান, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। তাঁর নেতৃত্বে দেশের আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও দেশ গঠনের কাজে অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো অপশক্তিই খালেদা জিয়ার স্বপ্নকে বাধাগ্রস্ত করতে পারবে না।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর ধরে জনগণকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে। ১০ টাকা কেজিতে চাল, ঘরে ঘরে চাকরির মতো অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে মানুষকে মরীচিকার পেছনে ছুটিয়েছে। বিএনপি কখনো মিথ্যা স্বপ্ন দেখায় না—এর প্রমাণ আপনারা অতীত বিএনপি সরকারের আমলেই দেখেছেন।”
বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের জন্য চিরন্তন প্রেরণার উৎস। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আনোয়ার হোসেন ।।

Leave a Reply