পাবনার বিভিন্ন এলাকায় বিশ্বখ্যাত দেশি জাতের পেঁয়াজ রোপণে ব্যস্ত কৃষকরা

হেলাল শেখঃ দেশব্যাপী খ্যাত পাবনার দেশি জাতের পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শৈত্যপ্রবাহ ও কনকনে ঠান্ডা উপেক্ষা করেই থেমে নেই কৃষি উৎপাদনের চাকা।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬ইং) বিকেলে সরেজমিনে দেখা যায়, পাবনার সুজানগর উপজেলার আমিনপুর বিলাঞ্চলসহ আশপাশের বিভিন্ন এলাকায় কৃষকেরা মাঠে নেমে পেঁয়াজ রোপণের কাজে ব্যস্ত রয়েছেন। হিমেল বাতাস ও শীতের প্রকোপ সত্ত্বেও জমিতে কাজ করছেন তারা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশি জাতের বিশ্বখ্যাত এই পেঁয়াজ স্বাদে ও গুণগত মানে উন্নত হওয়ায় এর চাহিদা সারাদেশেই রয়েছে। তবে উৎপাদন খরচ বৃদ্ধি, সার ও বীজের দাম এবং ন্যায্য বাজারমূল্য না পাওয়ার আশঙ্কায় তাদের দুশ্চিন্তার কারণ।

এ বিষয়ে কয়েকজন কৃষক বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সার, বীজ, সেচ ও ন্যায্য মূল্য নিশ্চিতসহ সব ধরনের সহযোগিতা প্রয়োজন।”
কৃষি সংশ্লিষ্টদের মতে, সময়মতো সহায়তা ও সঠিক পরিকল্পনা থাকলে পাবনার দেশি পেঁয়াজ চলতি মৌসুমে ভালো ফলন দিয়ে দেশের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *