গোপালগঞ্জে “ভোটের গাড়ি”

নিজস্ব প্রতিনিধিঃ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নির্বাচন কমিশন কর্তৃক সমগ্র দেশব্যাপী প্রচার কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে গোপালগঞ্জের তিনটি নির্বাচনী আসনে প্রচার কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ “ভোটের গাড়ি”।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে “ভোটের গাড়ি” কোটালীপাড়ায় পৌঁছায়। নির্বাচন কমিশনের উদ্যোগে ‘দেশের চাবি আপনার হাতে’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন জনসমাগম পূর্ণ স্থানে “ভোটের গাড়ি” অবস্থান করে প্রচারণা কার্যক্রম পরিচালনা করে।

পরে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে একই দিন স্থানীয় পৌর পার্কে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৪ টায় জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের অংশ বিশেষ প্রদর্শন করা হয়। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে।

গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এ প্রচার কার্যক্রম পরিচালনার সময় গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আশ্রাফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, সকল শ্রেণি-পেশার সাধারণ ভোটারগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এ অনুষ্ঠানে অংশ নেন। এরপর বুধবার (৭ জানুয়ারি) সকালে কাশিয়ানীতে “ভোটের গাড়ি” পৌঁছায়। পরে ভোটের গাড়িতে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয়সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ভোটারদের উদ্দেশ্যে তুলে ধরা হয়।

এ সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, উপজেলা নির্বাচন অফিসার শেখ আব্দুর রশীদ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন। পরে “ভোটের গাড়ি” বোয়ালমারী উপজেলা দিয়ে ফরিদপুর জেলার উদ্দেশ্যে রওয়ানা করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *