হেলাল শেখ: মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজিরহাট নৌ-রুটে দ্রুতগতির আধুনিক যানবাহন স্পিডবোটে ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী যেখানে একটি স্পিডবোটে সর্বোচ্চ ১২ জন যাত্রী বহনের কথা, সেখানে ১৮ থেকে ১৯ জন যাত্রী নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রী সাধারণ ও সচেতন মহল।
তাদের অভিযোগ, অতিরিক্ত ৬–৭ জন যাত্রী বহনের ফলে যেকোনো সময় বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটতে পারে, যা যাত্রীদের জীবনঝুঁকির মুখে ফেলছে।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোট চালক আকাশ মিয়ার সঙ্গে কথা হলে তিনি অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান,
“সরকারি কাগজপত্র অনুযায়ী ১২ জন যাত্রী নিলে তেলের খরচ ওঠে না। তাই বাধ্য হয়ে অতিরিক্ত ৬ জন যাত্রী নিচ্ছি। প্রতিজনের কাছ থেকে ২১০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।” ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ঝুঁকি তো আছেই, তবে নৌ-পুলিশ বা থানা পুলিশ এ বিষয়ে আমাদের কিছু বলে না।”
এদিকে যাত্রী ও স্থানীয়রা দ্রুত নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করে বলেন, নিয়ম না মানলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

Leave a Reply