প্রেস বিজ্ঞপ্তি।।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
১। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদী মোঃ মিনহাজ (৩৫), পিতাঃ মোঃ নুরুল হক, সাং-ঝলঝলী, ডাকঘরঃ পলাশবাড়ী, থানাঃ বীরগঞ্জ, জেলাঃ দিনাজপুর। ভিকটিম মোছাঃ রুপালী আক্তার (২৪), আসামীগণ (১) মোঃ হযরত আলী (২৮), পিতা-মোঃ গোলাম মোস্তফা, (২) মোঃ গোলাম মোস্তফা (৫৫), পিতা-সামছুল হক, (৩) মোছাঃ নুরুন্নাহার খাতুন (৪৫), স্বামী-মোঃ গোলাম মোস্তফা, (৪) হালিমা (২৬), পিতা-মোঃ গোলাম মোস্তফা, (৫) হেলেনা (২০) স্বামীঃ লিটন সর্ব সাং- চর তালতলা, ডাকঘরঃ শশুয়া-১৯৬০, থানাঃ ভুয়াপুর, জেলাঃ টাঙ্গাইল, (৬) শাহাজামাল মন্ডল (৭০), পিতা-অজ্ঞাত, (৭) মোছাঃ সখিনা বেগম (৬৫), স্বামী-শাহাজামাল মন্ডল, উভয় সাং-সিঙ্গারবিল হালদিয়া, ইউপি-কাওয়াকোলা, থানা ও জেলা-সিরাজগঞ্জ। উক্ত বাদীর ছোট বোন মোছাঃ রুপালী আক্তার (২৪) এর সহিত অনুমান ৫ বছর পূর্বে আসামী মোঃ হজরত আলী (২৮) এর ইসলামি শরীয়াহমতে বিবাহ হয়। বিবাহের পর হতে বাদীর বোন রুপালীকে তার স্বামী ও অন্যান্য আসামীগণ সহকারে প্রায়শই কারনে অকারনে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। গত ০৯/০৬/২০২৫ তারিখে সকাল অনুমান ১০০০ ঘটিকার উপরোক্ত আসামীগণ সহকারে ভিকটিমকে সঙ্গে করে সিরাজগঞ্জ সদর থানাধীন ০৮ নং কাউয়াখোলা ইউপি ওয়ার্ড নং-০৩ সিঙ্গার বিল হালদিয়া সাকিন ভিকটিম এর নানা শ্বশুড়ের বাড়ীতে বেড়াতে আসেন। পরবর্তীতে একই তারিখ ১৫:০০ ঘটিকায় ঘটনাস্থলের পাশের বাড়ীর এক লোক ভিকটিমের চাচীর নাম্বারে ফোন দিয়ে জানান যে, ভিকটিম পানিতে ডুবে মারা গেছে। এই সংবাদ পেয়ে বাদী ঘটনাস্থলে আসেন এবং ভিকটিম এর লাশ বাড়ীর উঠানে দেখতে পায়। বাদীর ধারণা উপরোক্ত আসামীগণ তার ছোট বোন রুপালীকে গত ০৯/০৩/২০২৫ তারিখ বেলা ১৪:০০ ঘটিকা হইতে ১৫:০০ ঘটিকার মধ্যে যেকোন সময়ে সিরাজগঞ্জ থানাধীন সিঙ্গাবিল হালদিয়া গ্রামস্থ বাদীর ছোট বোনের নানা শশুর এর বাড়ীতে হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে সিঙ্গা বিল হালদিয়া যমুনার শাখা নদীতে ফেলে দেয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-৩১, তারিখ-১০/০৬/২০২৫, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।
২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৫ জানুয়ারী ২০২৬ খ্রিঃ, বিকাল ১৬.৪৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানি এবং র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানিক দল ‘‘টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফপুর এলাকা’’ হতে হত্যা মামলার ২নং পলাতক আসামী মোঃ গোলাম মোস্তফাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩।গ্রেফতারকৃত আসামী ১। মোঃ গোলাম মোস্তফা (৫৫), পিতা- সামছুল হক, সাং- চর তালতলা, থানাঃ ভুয়াপুর, জেলাঃ টাঙ্গাইল
৪। গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply