মোঃ হামিদার রহমান, নীলফামারীঃ
পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এবং ডালিয়া বাপাউবো ডিভিশনের প্রস্তাবিত ধারা অনুযায়ী আবারও শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্পের তিস্তা সংলগ্ন বাইশপুকুর সিল্ট ট্র্যাপ খননের কাজ।
পূর্বের ন্যায় তিস্তা সংলগ্ন সিল্ট ট্র্যাপের জলাশয়ের মোট আয়তন প্রায় ৪৫ হেক্টর। এর মধ্যে প্রথম প্যাকেজ—ইউনাইটেড ব্রাদার্স, রংপুর; নির্ধারিত পরিমাণ -১ লাখ ৭০ হাজার ঘনমিটার এবং দ্বিতীয় প্যাকেজ—এম. ডি.শামীমুর রহমান, সিরাজগঞ্জ সদর; নির্ধারিত পরিমাণ -১ লাখ ১৫ হাজার ঘনমিটার দূরত্বে বাইশপুকুর সিল্ট ট্র্যাপ সিক্স সেকেন্ডের মেশিন দ্বারা খনন কার্যক্রম চলমান রয়েছে।
দুটি প্যাকেজে মোট বরাদ্দ ৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ৮২৯ টাকা।
প্রথম প্যাকেজ ঠিকাদার প্রতিষ্ঠান ইউনাইটেড ব্রাদার্স, রংপুর—চুক্তিমূল্য ২ কোটি ৬২ লাখ ২২ হাজার ২৮২ টাকা।
দ্বিতীয় প্যাকেজ ঠিকাদার প্রতিষ্ঠান এম. ডি. শামীমুর রহমান, সিরাজগঞ্জ সদর—চুক্তিমূল্য ১ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার ৫৪৭ টাকা।
দুইটি প্যাকেজে,দুই ঠিকাদার প্রতিষ্ঠান কে খনন কার্যক্রম পরিপত্র অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি ২০২৬-এর মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডালিয়া বাপাউবো ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা সংলগ্ন বাইশপুকুর সিল্ট ট্র্যাপ সিক্স সেকেন্ডের মেশিন দ্বারা খনন কার্যক্রম পরিপত্র অনুযায়ী আগামী বোরো মৌসুমের আগেই সম্পূর্ণ করার চেষ্টা করছি। যদিও কোনো অংশ বাকি থেকে যায়, তাহলে পরবর্তীতে তা সমাধান করা হবে।”
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।

Leave a Reply