পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি ঃ
পুঠিয়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পুঠিয়া সদরের ডাল মিল চত্বরে এ দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া-দুর্গাপুরের বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক পুঠিয়া পৌরসভার মেয়র আসাদুল হক আসাদ। সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, পুঠিয়া উপজেলার সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবি ফোরামের যুগ্ন সম্পাদক ব্যারিস্টার রাজন মন্ডল, বিএনপি নেতা আতিক হাসান, কৃষক দলের আহবায়ক রিপন রেজা, সদস্য সচিব মাহাবুবুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াসিম আলী, সাধারণ সম্পাদক মিলন পারভেজ, জেলা যুবদলের সদস্য রানা মন্ডল প্রমুখ।#
মাজেদুর রহমান (মাজদার)
পুঠিয়া, রাজশাহী।

Leave a Reply