গোপালগঞ্জ প্রতিনিধিঃ
সফেন – বাংলাদেশ সমাচার – ২০২৫ গুণীজন সম্মাননা পুরস্কার পেলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোপালগঞ্জ -এর নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক। গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবং সততার জন্য তাকে এ গুণীজন সম্মাননা (ক্রেস্ট) প্রদান করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন দেশের অন্যতম শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার এবং দ্য বাংলাদেশ ডায়েরী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডঃ খান আসাদুজ্জামান।
এ সময় গোপালগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাহামুদ হাসান সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক এর আগে ২০২১ সালে বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি ও সঠিক সময়ে বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন, যা স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত। এছাড়াও
২০২২ সালে তৎকালীন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি শাহিদা সুলতানা জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি ও সঠিক সময়ে তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখায় তাকে বিশেষ সম্মাননা পুরস্কার (ক্রেস্ট) প্রদান করেন।

Leave a Reply