নেছারাবাদ সংবাদদাতা, (পিরোজপুর) প্রতিনিধি:
ঐতিহ্যবাহী সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথকাঠী বন্দর ঘুরে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালী শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ হালদারের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতিকুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান মানিক, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান, সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ এবং স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান।
বক্তারা বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, শিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন।।

Leave a Reply