মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত জাতীয় সমাজসেবা দিবস–২০২৫

এস.এম.সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :
“প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা—আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস–২০২৫। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। তিনি বলেন, “সমাজসেবা কেবল সহানুভূতির বিষয় নয়, এটি প্রযুক্তিনির্ভর ও টেকসই উন্নয়নের একটি কার্যকর হাতিয়ার। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও সামাজিক বৈষম্য দূর করতে সমাজসেবার ভূমিকা অপরিসীম।”
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গৌতম বিশ্বাস। তিনি সমাজসেবা অধিদপ্তরের চলমান কার্যক্রম, ভাতা কর্মসূচি, প্রতিবন্ধী ও অসহায় জনগোষ্ঠীর জন্য নেওয়া উদ্যোগসমূহ তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবি কর্মকর্তা দিলালি মণ্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার সিফাইনুর, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ, প্রযুক্তির যথাযথ ব্যবহার ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয় ঘটিয়ে একটি সমতাভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে সমাজসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। দিবসটি সমাজসেবার প্রতি মানুষের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *