হেলাল শেখ: বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের রাজধানী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি ২০২৬ ইং) বিকেলে উত্তরা অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। এতে সহযোগিতা করে উত্তরা পশ্চিম থানা ও উত্তরা পূর্ব থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দল।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ্ব বকুল ভুঁইয়া, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করে বলেন, তার আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

Leave a Reply