মনোনয়নপত্র বাতি/লের বিরুদ্ধে আপিল করবেন নান্দাইলের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর ড এ আর খান

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিধ প্রফেসর ড এ আর খান এর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তার মনোনয়ন পত্রটি বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) যাচাই বাছাই শেষে এই মনোনয়নপত্রটি বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান।

ঋণ খেলাপি ও ওয়ান পার্সেন্ট ভোটার তথ্যের সত্যতা যাচাইয়ে অসঙ্গতি এবং নির্বাচন বিধিমালা অনুযায়ী শর্ত পূরণ না করায় তার মনোনয়ন পত্রটি মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান। তবে সব নিয়ম মেনেই মনোনয়ন পত্রটি জমা দেওয়া হয়েছিলো বলে দাবী করে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর ড এ আর খান জানান-
ওয়ান পার্সেন্ট ভোটার তথ্যের সত্যতা যাচাইয়ে অসঙ্গতির বিষয়টা একটা বানোয়াট বিষয় কারণ আমি প্রতিটি ভোটারের সাথে কথা বলে সমর্থন নিয়ে জমা দিয়েছি, অপরদিকে আমি যখন বিদেশে ছিলাম তখন হয়তো আমার একটা ক্রেডিট কার্ডের কোন একটা বাকী হয়তো পড়ে আছে। সেটা আমি জমা দিয়ে সার্টিফাইড কপি হাতে নিয়ে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন বলে জানিয়ে আশা পোষণ করেন আপিল বিভাগ আমাকে বৈধতা দিয়ে আমাকে নির্বাচন করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ।

প্রফেসর ড এ আর খান আরও বলেন, মনোনয়নপত্র বাতিলের পুরো বিষয়টি শুধু রাজনৈতিক। এ আসনে তিনি একজন জনবান্ধব ও জনপ্রিয় প্রার্থী এবং তার বিজয় প্রায় নিশ্চিত ছিল। ক্ষমতাসীনেরা এটা বুঝেই, শুধু ষড়যন্ত্র করেই তাঁর মনোনয়নপত্র বাতিল করেছে।’

প্রফেসর ড এ আর খান দাবী করেন, ‘শুধু রাজনৈতিক ইশারায় এটা করা হয়েছে। এখানে আমার জনপ্রিয়তা সর্বোচ্চ। ফলে আমার মনোনয়ন পত্র জমা দেওয়ার সংবাদে স্থানীয় ভোটারদের মাঝেও ব্যাপক সাড়া পড়েছে। সাংসদ হিসেবেও আমার বিজয় অনেকটাই নিশ্চিত ছিল বলেই প্রতিপক্ষ ক্ষমতাসীনরা ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করিয়েছে।’

তিনি বলেন,নির্বাচনী মাঠে মিথ্যা অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল—এটি কেবল একজন প্রার্থীর নয়, বরং নান্দাইলবাসীর মত প্রকাশের অধিকারকে রুদ্ধ করার একটি অপচেষ্টা। যেখানে মানুষের ভালোবাসা ও সমর্থনই প্রকৃত শক্তি, সেখানে কাগজে হিসাব দেখিয়ে সত্যকে চাপা দেওয়া গণতন্ত্রের সাথে উপহাস ছাড়া কিছু নয়।

নান্দাইলবাসীর উদ্দেশ্যে তিনি বলেন- প্রিয় নান্দাইলবাসী, আপনাদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন প্রত্যক্ষ করেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেছিলাম। সেই মুহূর্ত থেকে আজ পর্যন্ত আপনাদের যে ভালোবাসা আমি অনুভব করছি, তা আমাকে দিন দিন নান্দাইলবাসীর প্রতি আরও বেশি ঋণী করে তুলছে। কিন্তু আপনারা জানেন, একটি কুচক্রী মহল আমার প্রাথমিক মনোনয়ন বাতিল করতে
প্রশাসনকে সহযোগিতা করেছেন। তবুও আমার দৃঢ় বিশ্বাস—আপনাদের যে ভালোবাসা ও সমর্থন আমি পাচ্ছি, ইনশাআল্লাহ কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।

যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং আপনাদের ভোটের ওপর আস্থা রাখতে পারে না, তাদের দ্বারা এই সমাজের কখনোই প্রকৃত উন্নয়ন সম্ভব নয়; তারা কখনোই মানুষের কল্যাণ কামনা করতে পারে না।
পরিশেষে তিনি সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *