হেলাল শেখঃ র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে বেড়া থানা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ডাকাতি ও চাঁদাবাজির পরিকল্পনা করছে। এমন তথ্যের প্রেক্ষিতে র্যাব নিজস্ব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে। তদন্তে জানা যায়, গ্রেফতার ব্যক্তি ওই চক্রের একজন সক্রিয় সদস্য এবং তিনি দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র বহন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
র্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় র্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল
শনিবার (৪ জানুয়ারি ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটে পাবনা জেলার বেড়া থানার উত্তর পেঁচাকোলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোঃ হারুন স্যান্যাল (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারুন সান্যাল পাবনা বেড়া উপজেলার নাকালিয়া পেঁচাকোলা গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৭ রাউন্ড কার্তুজ এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার হারুন স্যান্যালের বিরুদ্ধে মারামারি ও মাদক সংক্রান্ত মোট ছয়টি মামলা চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রধারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
র্যাব কর্তৃপক্ষ জানায়, এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তারা জানান।

Leave a Reply