এস এম সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নে নেমে এসেছে শোকের গভীর স্তব্ধতা। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোরেলগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক, চাউলাপট্রি জামে মসজিদের সহ-সভাপতি ও কাঠালতলা গ্রামের সুপরিচিত সমাজসেবক মো. দেলোয়ার মেম্বার আর নেই। শুক্রবার রাত ৯টায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে স্থানীয় রাজনীতি, সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন জনবান্ধব জনপ্রতিনিধি ও তৃণমূলের নিবেদিত সংগঠক হিসেবে মো. দেলোয়ার মেম্বার আজীবন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে গেছেন।
মরহুমের জানাযা নামাজে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মানুষের এই ঢল ও অশ্রুসিক্ত বিদায় তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থারই প্রতিফলন।
ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বের পাশাপাশি বাজার কমিটি ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি এলাকার উন্নয়ন, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাজার ব্যবস্থাপনা, সামাজিক বিরোধ নিষ্পত্তি ও ধর্মীয় কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি এলাকাবাসীর কাছে তাকে আস্থার প্রতীকে পরিণত করেছিল।
তার আকস্মিক প্রয়াণে মোরেলগঞ্জে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন স্থানীয়রা। জানাযায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার জনপ্রিয়তা ও মানবিক ভূমিকার জ্বলন্ত প্রমাণ বহন করে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান এস. এম. সাইফুল ইসলাম কবিরসহ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জানাযায় মানুষের ঢল, চিরবি-দায় মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মো. দেলোয়ার মেম্বারের

Leave a Reply