সিরাজগঞ্জ প্রতিনিধি : গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক,আপোষহীন নেত্রী,
বিএনপি’র চেয়ারপারসন ও তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় সলঙ্গায় সাংবাদিকদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার বাদ আছর “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র সাংবাদিকদের আয়োজনে অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।তার মৃত্যুতে “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” পরিবার গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।সংগঠনের সভাপতি সাহেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন বক্তারা।এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন,দেশের রাজনীতি ও উন্নয়নে তার অবদান স্মরণ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,আনিছুর রহমান (সিরাজগঞ্জ প্রতিদিন),হোসেন আলী (ভোরের দর্পণ),কে এম আলামিন (বাংলাদেশ সমাচার),,জিএম স্বপ্না (রূপালী বাংলাদেশ),ফারুক আহমেদ (দৈনিক সংগ্রাম),লিখন আহমেদ (দৈনিক জনকন্ঠ),কারিকুল ইসলাম সুমন (মানবজমিন),সোহেল রানা (নয়া দিগন্ত),আখতার হোসেন হিরন (মুক্ত খবর),আব্দুর রহিম (কলম সৈনিক) ও সুলতান মাহমুদ (রাজধানী টিভি)। মিলাদ ও দোয়া মাহফিলে “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও উপস্থিত ছিলেন।পরিশেষে আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনের সকল গুনাহ মাফ ও তার রুহের মাগফিরাত কামনাসহ সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply