খালেদা জিয়ার রু/হের মাগ/ফিরাত কামনায় সুজানগরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

এম এ আলিম রিপন,সুজানগর : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুজানগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সুজানগর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে রবিবার উপজেলার মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজ মাঠে এ দোয়া মাহফিলঅনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, গণতন্ত্র রক্ষায় অবদান ও আপসহীন নেতৃত্ব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দোয়া পূর্ববর্তীতে সেলিম রেজা হাবিব বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার দৃঢ়তা আজও আমাদের প্রেরণা জোগায়।তিনি বলেন, ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও দেশ ও মানুষের অধিকার থেকে কখনো পিছু হটেননি খালেদা জিয়া। খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তঁার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, দেশনেত্রীর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।দোয়া মাহফিলে,সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামছুর রহমান সমেজ, সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন, সাবেক যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান মনি,বিএনপি নেতা মাহমুদুর রহমান নান্নু, সুজানগর উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা ডাঃ আব্দুস সালাম, আব্দুল হাই,হাবিবুর রহমান মাস্টার, হারুন মন্ডল, পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান শেখ, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান,পাবনা জেলা ছাত্রদলের সহ সভাপতি শাকিবুল ইসলাম সনিসহ সুজানগর ও বেড়া উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শরীক হন। দোয়া পরিচালনা করেন ওলামাদল নেতা কাজী আনিছুর রহমান।

এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *