মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ পরিবর্তিত জলবায়ু বাস্তবতা, ক্রমবর্ধমান পানিসংকট এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পানির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পানি নীতি–২০২৫ প্রণয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বরিশালের উজিরপুরে গণশুনানি ও তারুণ্যের মতামত গ্রহণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ওয়ারপো’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পানিসম্পদের বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত ব্যবস্থাপনার বিকল্প নেই। জাতীয় পানি নীতি–২০২৫ প্রণয়নে স্থানীয় জনগণ ও তরুণ সমাজের মতামত অন্তর্ভুক্ত করাই এই গণশুনানির মূল উদ্দেশ্য।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারপো’র পরিচালক মোঃ নুর আলম এবং উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল। তারা নদী-খাল সংরক্ষণ, জলাশয়ের অবৈধ দখল রোধ, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আলী সুজা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় বাস্তবতা ও জনগণের চাহিদা প্রতিফলিত না হলে কোনো নীতিই কার্যকর হয় না। পানি সম্পদ ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ারপো’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা খসরুল আলম। তিনি কর্মশালার লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে জানান, গণশুনানি থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ জাতীয় পর্যায়ে জাতীয় পানি নীতি–২০২৫ চূড়ান্তকরণে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা হবে।
কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পানির ন্যায্য বণ্টন, কৃষি ও মৎস্য খাতে পানির ব্যবহার, জলাবদ্ধতা নিরসন, নদী-খাল পুনরুদ্ধার এবং নিরাপদ পানির সংকট নিরসনে বাস্তবভিত্তিক মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।
কর্মশালাটি উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্বে প্রাক-প্রাথমিক গ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কফিল বিশ্বাস,সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম,জয়শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেকেন্দার আলী ও প্রমূখ। এছাড়াও অংশগ্রহণকারীদের মতামত গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফলভাবে সম্পন্ন করা হয়।

Leave a Reply