হেলাল শেখঃ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে
দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি ২০২৬ইং) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের বাগবাড়ী এলাকায় ভাই ভাই খন্দকার ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচারকে ৪হাজার টাকা জরিমানা আদায় ও অভিযোগকারী ভোক্তাকে তার অতিরিক্ত ১হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।
এছাড়াও ভরারী এলাকায় গ্রীন টাউন এলপি গ্যাস লিঃ এর ডিপোকে বিক্রয়কৃত চালানে গ্যাসের মূল্য উল্লেখ না থাকার কারণে ও বিস্ফোরকের লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, অবৈধ মজুদকৃত এলপিজি গ্যাসের বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কোন সুযোগ নেই। ভবিষ্যতে বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে মূল্যবৃদ্ধি ও মজুদ করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply