পিরোজপুর-২ আসনে নাটকীয় মোড় মাহমুদ হোসেনসহ দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বা-তিল

নেছারাবাদ সংবাদদাতা,(পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের নির্বাচনী মাঠে নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। ঋণখেলাপি ও ভোটার সমর্থনসংক্রান্ত জটিলতার কারণে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—ঋণখেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন এবং নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সংগ্রহে ব্যর্থ হওয়ায় মোস্তাফিজুর রহমান।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যে মাহমুদ হোসেনকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্ধারিত ১ শতাংশ ভোটারের সমর্থন যথাযথভাবে সংগ্রহ করতে না পারায় তার মনোনয়নও বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে মাহমুদ হোসেনকে Aegis Textile ও Aegis Spinning Mills Ltd.-এর পরিচালক হিসেবে এবি ব্যাংক লিমিটেড এবং দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখায় ঋণখেলাপি দেখানো হয়েছে।

তবে মাহমুদ হোসেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি ২০১৪ সালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে পরিচালকের পদ থেকে অব্যাহতি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। এ কারণে আপিলের মাধ্যমে প্রার্থিতা বৈধতা ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী তার সমর্থকরা।

উল্লেখ্য, বাতিল হওয়া দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মাহমুদ হোসেন এই আসনে একজন উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং পরে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে আলোচনায় আসেন। তিনি একজন শিল্পপতি এবং ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় আরও জানায়, এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, জাতীয় পার্টি (জেপি) এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন।
এদিকে পিরোজপুর-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।

মনোনয়ন বাতিলের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আনোয়ার হোসেন ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *