পাইকগাছায় বিশেষ অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ নারী মা-দক কা-রবারি গ্রেফ-তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনা জেলার পাইকগাছা থানায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ অভিযানে স্থানীয়ভাবে সক্রিয় একটি মাদক চক্রের কার্যক্রমে আঘাত এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত (২ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে থানাধীন হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রাম এলাকা থেকে মোছাঃ হামিদা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হামিদা বেগম মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, সে বিভিন্ন উৎস থেকে ইয়াবাসহ মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের কাছে মজুত রাখত এবং সুবিধাজনক সময়ে তা স্থানীয় ও আশপাশের এলাকায় বিক্রি করত। দীর্ঘদিন ধরে সে এই অবৈধ কর্মকাণ্ডে যুক্ত ছিল বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক বিস্তারের পেছনে একাধিক চক্র সক্রিয় রয়েছে। এ ধরনের অভিযানে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
পাইকগাছা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *