খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণে লিপ্ত থাকার দায়ে একজনকে আটক করা হয়েছে।
আটকৃত ব্যাক্তি উপজেলার ঘনিরামপুর বেলতলি গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহীন প্রামানিক। আজ (২জানুয়ারি) শুক্রবার আনুমানিক রাত সারে ১০ টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণে লিপ্ত থাকার খবর পেয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন বলেন,নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করায় এবং উপস্থিত জনতার সামনে দোষ স্বীকার করায়,অভিযুক্ত শাহিন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও (দশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আরোপিত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মাদকমুক্ত সমাজ গঠন ও জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply