উজিরপুরে এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের উষ্ণ উপহার পেলেন শী-তার্তরা

মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলায় তীব্র শৈত্যপ্রবাহে যখন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, ঠিক তখনই শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মহেশ্বর মন্ডল। তাঁর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, বৃদ্ধ ও অসহায় নারী-পুরুষরা। শীতের এই কঠিন সময়ে তাদের কষ্ট লাঘবের লক্ষ্যে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

শীতবস্ত্র বিতরণকালে এসিল্যান্ড মহেশ্বর মন্ডল আবেগঘন কণ্ঠে বলেন,
“সামান্য একটি শীতবস্ত্র হাতে নিয়ে যখন একজন শীতার্ত মানুষকে ডাকলাম, তখন তিনি কিছুই বুঝতে পারছিলেন না। সামনে এগিয়ে গিয়ে কম্বলটি তাঁর গায়ে জড়িয়ে দেওয়ার সময়ও কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। পরে বললাম—রাতে এটি গায়ে দেবেন। হয়তো তিনি কথাগুলো পুরোপুরি বুঝতে পারেননি, কিন্তু লক্ষ্য করলাম তাঁর চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠেছে। বুঝতে পারিনি, সেটি আনন্দের অশ্রু নাকি দীর্ঘ বেদনার প্রকাশ।”

তিনি আরও বলেন,
“তীব্র শৈত্যপ্রবাহে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেগ-অনুভূতি অনেকটাই ভোতা হয়ে যাওয়া এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে সত্যিই ভালো লাগছে। একজন মানুষ হিসেবে তাদের সামান্য কষ্ট লাঘব করতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং সমাজে মানবিক মূল্যবোধকে আরও জোরদার করেছে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা জানান, হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় অনেকের পক্ষেই গরম কাপড় কেনা সম্ভব ছিল না। এই সময়ে পাওয়া একটি কম্বল তাদের কাছে শুধু শীতবস্ত্র নয়, বরং ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছে। তারা এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকাবাসীর মতে, শীতার্ত মানুষের পাশে প্রশাসনের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা উজিরপুরে প্রশংসার দাবিদার হয়ে থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *