হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ১৪ জনকে আটক করে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬ ইং) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারের নেতৃত্বে পুলিশ আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জামগড়া সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ১৪ জন যুবককে আটক করা হয়।
আটককৃতদের আশুলিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সাদিয়া আক্তারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলো।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে জানান, এলাকায় চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ার পেছনে মাদক ও জুয়ার আসর বড় কারণ। মাদক ও জুয়ার অর্থ জোগাড় করতেই অপরাধীরা এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, “অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply