সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃ-ত্যুতে শোক পালন বেতাগী প্রেসক্লাবের সাংবাদিকদের কালোব্যাচ ধারন

বেতাগী (বরগুনা) প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনার বেতাগীতেও বুধবার সাধারণ ছুটি ও তিন দিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই শোক পালন করা হবে।
রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে সাত দিন উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় এবং তিন দিন উপজেলার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ দিকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনার বেতাগী প্রেসক্লাব দুইদিন ব্যাপি শোক পালন করছে।
বুধবার সকাল ১০ টায় পৌর শহরে প্রেসক্লাব কার্যালয় কালোব্যাচ ধারন করে আনুষ্ঠানিকভাবে শোক পালন কর্মসূচির উদ্বোধন করেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম চিনু, সাইদুল ইসলাম মন্টু, সাবেক সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, বর্তমান সাধারণ সম্পাদক আবুল বাসার খান, উপজেলা রিাপোর্টাস ইউনিটির সভাপতি মেহেদী হাসান কোয়েল, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম ইমারত, প্রেসক্লাবের সদস্য আরিফ সুজন ও ইমরান হোসেনসহ অন্যান্যরা।
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও সাংবাদিকদের মাঝে কালো ব্যাচ কালো ব্যাচ ধারণ, দোয়া প্রার্থনা এবং শোক সভা।
ক্যাপশন: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের সাংবাদিকরা কালো ব্যাচ ধারণ করে শোক পালন করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *