তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জা-নাজা অনুষ্ঠিত

খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

‎গায়েবানা জানাজায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

‎এ সময় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। ‎

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *